Sanjay Karmakar
  · Sdtneposro5m9h39nao141mla07g 4t07u0Jmgt9588uu7u9si3uw312mlm2  ·


আকস্মিক ভাবে চলে গেলে কেহ
রাখিলে দেহ,
নিখিল কালের কূলে-


আশাহত হৃদ অশ্রু ঝরায়
কেঁদে কেঁদে ওঠে মন
বিধাতার পদমূলে।


জানি আছি চলে যাব
বিরতি নাহিকো তথা-
তবুও চকিতে নিশীথে নীরবে
আঁখিপাতে জাগে-


স্মৃতি তারি রোমন্থনে-
বেদনার কতকথা।


জীব তারা দেহ মমতা ও স্নেহ
উপণিত তারি দ্বার
আজিকে ধরণী উতলা এ মন
বেদনার পারাবার।


যাহা কিছু ধন আপনার সন
হারিয়ে এ মন মাঝি
বাঁচিবার তরে নাহিকো রোদন
আশা হত হৃদ আজি।


আজিকে এ মন বেদনার সন
মরণ চাহিনু আজ।
লও কাছে টানি হরিবারে গ্লানি
যমের ওই ধরো সাজ-
মহারাজ।