Sanjay Karmakar
badge icon
Founding Members
  · Just now  ·
যুগল জীবনমুখী কবিতা, "মন যে ফাগুন"


" ড. শাহানারা মশিউর"


জীবনের কথা লিখে গেলে
কাগজের পাতা ভরে।
মনের বর্ণনা মৌলিক কুঞ্জিকা
রেখে দিলে কার তরে?


"সঞ্জয় কর্মকার"


মন যে ফাগুন আগুন ঝরায় চৈতি হাওয়ায় পাল মিলে
আশার ফানুস জ্বালিয়ে বাতি আঁধার ঘনায় তাল মিলে!
সুখের তলাস তাসের ঘরে বইতে তরী তরতরিয়ে
বইলে বাতাস খর সে বায়ু খাদ মাঝারে যায় হারিয়ে।
প্রলয় যদি আসলো ঘনায় জীবন নদের প্রান্তরে
দারুন ব্যথায় হৃদয় কাঁদে মন তরী তার অন্তরে।
দুঃখ কভূ চায় না সে তো সুখ শোভার ওই ভ্রান্ত নেশা
মন তো ফাগুন আগুন জ্বালায়; চায় যে শুধুই ভালোবাসা।