আসর ঘুমায় বাসর ঘুমায় একলা আমি জেগে
আয় রে মনা বুলবুলি তুই যাচ্ছি আমি রেগে।
রাগের খেয়ায় বৈঠা বয়ে ক্লান্ত আমি আজি
আয় না দু পল শিস টি লয়ে আলু পটল ভাজি।
তুই কী খুব ওই ব্যস্ত রে ভাই; ময়না টিয়া নিয়ে!!
এই বেলাতে দে না আমায়-তোর তোলা ওই টিয়ে।
টিয়ের ঝুটি কুজ্ঝটিকায়, ডুবতে আমি চাই
শিস বাজালি ব্যঙ্গ করিস?? বেশ তো সাহস ভাই।
তুই কী ভাবিস! বুড়া খোকা, বয়স আমার বেড়ে!!
হলেও বা কী! জানিস কী তুই মনটা আমার ধেড়ে।
ধাপুস ধুপুস খেলায় ও রে, নিপুণ আমি রণে
চাস যদি তুই দেখিয়ে দেবো-টিয়ায় পাঠা বনে।