Sanjay Karmakar
JtuScpaostlnatus silnormowed  ·
ব্যঙ্গাত্মক প্রকাশ,"মন ভ্রান্তি-দ্বিতীয় খন্ড"
- সঞ্জয় কর্মকার (দ্বিতীয় খন্ডটি পাঠ করবার আবেদন রইল। আমার সুবিধার কারণে দুটো খন্ড একত্রে প্রকাশ দিলাম)
"মন ভ্রান্তি-প্রথম খন্ড"

প্রয়োজনে পয়জন
শয়তান মনটা
প্রয়োজনে কী না করি!
বাজে লবডঙ্কা।
প্রয়োজনে বাতি দেই
তেল দেই চরকায়;
প্রয়োজনে দূরে ঠেলি
ঘাড় দেই মটকায়।
প্রয়োজনে প্রিয় জন
সোহাগেতে মাখামাখি!
প্রয়োজন ফুরালেই
পিছনেতে মারি লাথি।
প্রয়োজনে গাছে তুলি
পেতে দেই মইটা;
প্রয়োজন গ'লে গেলে
ধরি উড়ো খইটা।
আরু কিছু ক'ব নাকি
এখানেই খান্তি!
আসলেতে জেনো ভায়া
সবই মন ভ্রান্তি।

হাজেরা কোরেশী অপি

‘আরু কিছু যান কয়ে
আসরের রাজা,
প্রয়োজনে ভরি মন
বাজা রে ঢোল বাজা।’

"মন ভ্রান্তি-দ্বিতীয় খন্ড"
সঞ্জয় কর্মকার

আরু শুনবেন তাইলে কই;
প্রয়োজনে গদ গদ
কত দেই সম্মান;
আড়ালেতে বাছা বাছা
খিস্তির গাহি গান।
প্রয়োজনে মাথা নত
করে দেই অক্লেশে;
বাগে পেলে চিঁপে ধরি
ক্রুরতার হাসি হেসে।
সবেতেই পয়জন
প্রয়োজনে মনটা;
খরো কাল হলে গতে
বাজে শুধু ঘন্টা।
বাপ মায়ে কাম কি গা
গিন্নিতে ভাজি খই;
আশ্রমে অনাথের
আজি আমি পাঠাবই।
আরু কিছু চান নাকি!
চাইলেই পেন ধরি;
মাগনাতে হবে নাকো
দ্যান কিছু টাকাকড়ি।