গ্রাম খানি মনোহরা সবুজের সমারোহে
গুঞ্জনে উড়ে অলি, বাস করি
মোরা স্নেহে।
স্মিত হাসি মমতার ডালি মেলা ঘর খানি
কুল কুল বহে নদী; অজয়ের
মৃদু পানি।
তমালের সমারোহে ধূপ ছায়া নিধু বন
প্রশান্তি হৃদ মেলি, লাব্যনে
ধরি গান।
বিহগের ডানা মেলে উড়ি মোরা নাচে গানে
হাহাকার নাহি সেথা, হিংসা ও
দ্বেষ বীণে।
কচি কাঁচা শিশু কলি উছলেতে যায় বয়ে
মানবতা হৃদ অতি, যায় নি তা
কণা ক্ষয়ে।
গ্রামের ওই শ্যামলীমা ক্ষেতে সোনা ফলে ধানে
কৃষানের হাল বেয়ে হেমন্তে
গানে গানে।
ভানুকর হেসে খেলে দিগন্তে ঢলে যায়
রূপে শশি রাত আসে, স্বপ্ন সে
বুনে দেয়।
রবি শশি দোহে বাঁধে রচে গ্রাম মনোরম
জ্যোছনার আঁচলেতে সুখী মোরা
আর গ্রাম।