Sanjay Karmakar
badge icon
Founding Members
  · rtnJSustiponsoor icmnohedow  ·
মানবতাবাদী যুগল কবিতা, "মরীচি"


ডা. শাহানারা মশিউরঃ-


বিনা আমন্ত্রণে এসেছি বলে
যাবো না আপ্যায়নে।
অতিথির আসন চাই না আমি
বসতে দিও গাছের তলে, মাটির আঁচলে।
বলতে দিও প্রাণের কথা কালজয়ী প্রিয় গানের সুরে।


ওভাবে তাকিও না
আমি মন চুরি করতে আসিনি;
এসেছি তোমাদের মনের মোহনায় সম্প্রীতির নোঙ্গর ফেলতে।
এসেছি নিজেকে দেখার ঘোলা দর্পণটি ভেঙে দিতে!
এসেছি তোমাদের বাম পাশে দাঁড়িয়ে-
ডান হাতটি দিতে বাড়িয়ে।


সঞ্জয় কর্মকারঃ-


শীর্ণ আজিকে ভূম সে আলয়; বাজে নাকো সুরোতাল
বিভেদতা বিষ ছায়িত হৃদয়; ক্ষরিত প্রদাহে লাল।
করালতা গ্রাস, গ্রাসিত মেদিনী বিবেক রহিত সাজ
সিঁদুরে মেঘেতে শিউড়ে উঠি গো, আপ্যায়নেই লাজ।
মিষ্ট সে বোল প্রতারিত তায় হরিয়াছি গোঠ গেহ
দূর হতে দূর শূন্য সে আঁখ, আপনার নাহি কেহ।
কে তুমি রমণী আসিয়াছো আজি ধ্বংস সোপান তল
যেথায় ধরণী অঙ্গারে প্রাণ; ভূজেতে নাহিকো বল।
ভীত নহি আজি রিক্ত সে দ্বার, অবারিত সজ্জনে
মরীচি আজিকে উদিল গগন, পশিয়া উদীচী পানে।


মানবতাবাদী যুগল কবিতা,"প্রতিদান"


ডা. শাহানারা মশিউরঃ-


নতুন নতুন খেলনা চেয়ে
শিশুরা কাঁদে যেমন-
নতুন নতুন সুখ চেয়ে তোরা কাঁদিস তেমন!
সনাতন সুখ, মর্ডান সুখ
সুখের নানা ভার্সন;
বুকের মাঝে সুখের খনি, করলি না খনন।
তোদের জীবন কেটে যায়
সুখের চাহিদায়,
অষ্টপ্রহর প্রনষ্ট হয় নিষ্ফল খেলায়।
জন্ম নিয়ে এ জগতে বাঁচলি বছর শত
কাজে কর্মে আজও তোরা ছোট্ট শিশুর মতো।


জীবনটাকে রিভার্স কর
শিশু সাইজের পোশাক পর।
শিশুর মতো কথা ক
আবার তোরা শিশু হ!


সঞ্জয় কর্মকারঃ-


শিশু যিশু বিষহরি সে
হাস্য সমুজ্জ্বল
অবাধ নদীর স্রোত সে ধারা
বইতে অবি-
রল।


সৌম্য তাহার কান্তি অমল
ক্ষুদ্র দেহী প্রাণ
হোক না এমন বৃহৎ সবে
দিতেই প্রতি-
দান।............।।