Sanjay Karmakar
drspoeontS7a0imau4718345692111fm96i21l818g1ci776f8h0h02cgf6a·


বট তো অমর ঝুরির বাহার
                  বৃদ্ধ হলে তার প'রে
শিশুই যেমন জন্ম ধরায়
                পিতা মাতায় বৃদ্ধ হলে।।
জীবন যেমন অমর ধরায়
                মৃত্যু কি তার ধার ধারে
জরার জ্বালা ফিকেই সে রয়  
          জন্ম নিলে মার কোলে।।


ঝুরিই সে তো জীবন ব্রত
                 প্রাণ তো অমর এই ধরাতে
বটের ঝুরি জীবন থুরি
                 মরণ সে তো জীবন পেতে।।
লক্ষ কোটি যুগ তো গেল
                  নামলো ঝুরি একের পর
প্রাণের রঙে উছল ধরা
         এ পার হতে ও পার ঘর।।


চক্রাকারে জীবন ঘোরে
                   জীর্ণ হলে আবাস তার
জীবন রূপী আত্মা সে তো
                   নব্য নতুন কায়ার পর-
যেমন লেবাস দীর্ণ সে তা
                   পরিহারেই ত্যাজ্য সে তো
এই ধরণী মরণ কি আর
         ভাঙতে পারে সেই ব্রত।।