লীলা তার বুঁঝিবার পথ কই!!
জানি তাই গতি নাই
ধারা তারি বয়ে যাই-সুখ আর দুঃখ;


ধরাতলে জাতাকলে নিনাদেতে বক্ষে
হাসি কাঁদি মন সাধি-
আশা দিয়ে মন বাঁধি-গতিটাই মুখ্য।


নিরাশাতে নই হারা বয়ে চলি গতিধারা
দাঁড় টানি পাল সাধি
পলে পলে নিরবধি-অনুভবে সুক্ষ।


দুদিনের ধরা তলে সংসারে হলাহলে-নৃত্যে
কভূ হাসি কভূ কাঁদি
আশা কভূ অবসাদ-ই
বিধি তার বিধাতার-মরু ভূমে শুল্ক।