Sanjay Karmakar
12 hrs  ·


মৃত্যু যেদিন আসিবে দ্বারে                                        
            নিয়ে যাবে মোরে সাথ
দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে
      কেঁদো নাকো দিন রাত।


যে পথ মাড়ায়ে এসেছি হেথায়ে
            যে কাজ এসেছি ফেলে
গতি তারি সাথ দিও হে পরম-
       রেখো নাকো অনাদরে।


আজিকে মেদিনী কাঁদিছে অকূল
               কাঁদিছে মানব সবে
মানবতা হীন পাষাণ সে তল
           বুকে নিও অনুভবে।


ক্রূরতা হেথায় করিতেছে রাজ
              হুকুমের তলে দাস
দৃষ্টি তথায় দিও হে পরম
        থেকো তারি পাস পাস।


মৃত্যু যেদিন আসিবে দ্বারে
            নিয়ে যাবে মোরে সাথ
দুকূল ভাসায়ে বিলাপ ও প্রলাপে
       কেঁদো নাকো দিন রাত।