"মুজিব শতবর্ষে"


বৈভবে তার জয় জয়াকার বাংলা দেশের তাজ
স্বর্ণ কমল হৃদয় তাহার অন্তরে তার রাজ।
দেশের দশের সেবায় জীবন; কাহন যাহার ধরা
ধন্য যে হই তাহার লহু বাংলা তাহার
গড়া।


আকাশ সম প্রত্যয়ের ই নাম সে মুজিবর
অমর শহীদ বীর বাঙালি তোমায় করি গড়।
দীপ্ত তোমার ভাষণ রবে ভাঙলো জাতির ঘুম
লড়াই লড়াই লড়াই শুরু মুক্তি পেতেই
ভূম।


রক্ত লহু ঝরলো অবাধ মুক্তি সোপান তলে
তাদের দানের অরূপ জীবন যায় নি বিফল জলে।
অশ্রু মোচন করতে মায়ের ধন্য তুমি বীর
জাতির সেরা বঙ্গ পিতা হৃদয় তোমার
নীড়।


বঙ্গবন্ধু তুমি দেশের তরে জীবন দিলে হেলায় দিলে প্রাণ
বঙ্গবন্ধু তুমি রবির দেশের তাজ সে মুকূর দিব্য অম্লান।
বঙ্গবন্ধু তুমি কবির দেশের শ্রেষ্ঠ কবি লিখলে অমর গাথা
বঙ্গবন্ধু তুমি আনলে টেনে সকল হৃদে অধীনতার
ব্যথা।


বঙ্গবন্ধু তুমি গাইলে অমর কাব্য খানি, স্বাধীনতার গীত
বঙ্গবন্ধু তুমি অমর জ্যোতি স্নিগ্ধ পরাণ অমর তোমার প্রীত।
বঙ্গবন্ধু তুমি যুগ কালেতে মহাপ্রাণের অমর ধরা গান
বঙ্গবন্ধু তুমি বাংলা ভূমের হীরক প্রভা রইতে
অম্লান।


বঙ্গবন্ধু তুমি রাতের তিমির আঁধার মাঝে সাঁঝের ধ্রুবতারা
বঙ্গবন্ধু তুমি স্বাধীনতার সোপান তলে মুক্তি বিজয় ধারা।
বঙ্গবন্ধু তুমি হতাশ দেশের সকল হৃদে শক্তি সমাহার
বঙ্গবন্ধু তুমি মহান মাতার মহান ভূমে প্রফুল্লতার
দ্বার।


বঙ্গবন্ধু তুমি নয়ন তারার দীপ্তি জ্যোতি পূব আকাশের আলো
বঙ্গবন্ধু তুমি হৃদয় দুয়ার সিন্ধু ধারায় জ্বলছো টলোটলো।
বঙ্গবন্ধু তুমি মহাপ্রাণের অমর নাম অমর আছো হৃদে
বঙ্গবন্ধু তুমি ধ্বংস প্রলয় শত্রু যারা পাক সেনার ঐ নাদে।
বঙ্গবন্ধু তুমি বাংলা মায়ের দামাল ছেলে তোমায় করি গড়
বঙ্গবন্ধু তুমি অমর রহো যুগ কালেতে; তোমায়
নমস্কার।


অমৃত তুমি মরো নাই কভু; রয়েছো হৃদয় দ্বারে
স্বাধীন দুয়ার অমর সে দান, তোমায়;
স্মরি বারে বারে।
কালের প্রবাহে বহমান স্রোতে বহিতেছো তুমি
সুজলা সুফলা স্বাধীন সে দেশ;
গর্বিত হয় ভূমি।
আকাশ বাতাস নদী নদ, বিল; ঝর্ণা ধারার স্রোতে
তোমার ই প্রাণের প্রেমের সে গান
জড়ায়ে ওতপ্রতে।
মৃত্যু তোমায় পারবেনা ছুঁতে যত দিন রবে প্রাণ
তোমার ই কৃপায় ধন্য সে জাত
গাহিতে তোমার ই
গান।


"মুজিব শতবর্ষ"