"সৌরভ"


(সারমর্মঃ মাটির সাথে অভিসারে মেতেছে মেঘরানী,"উতলা সে প্রাণ শ্যামেরো বাঁশরী, অঙ্গে তাহারই চাহে"। "অঝরো ধারাতে সিক্ত সে তন লোচনো কমলে তুলি", অবাক নয়নে দেখে যাই সে প্রেম কাহিনী, তার আগমনে ধরণী হয়েছে শস্য শ্যমলা, দাবদাহের হয়েছে অবসান)


এসেছে ভেসেছে আজি, শুনিছো কী রিনি ঝিনি
        টাপুর টুপুর টাপুর টুপুর
            তার ঐ নিনাদ
                 ধ্বনি।
সরোবরে আজি মস্ত মরাল; মরালী পানিতে ভাসে
        মল্লার দাঁড় ছলাৎ ছলাৎ
            কৃষাণেরা আজ
                 হাসে।
বৃক্ষ লতায় হরিৎ আজিকে কুসুমিত কলি দল
         সৌরভে প্রাণ বরষার সনে;
              নাহি দাবদাহ
                 হলাহল।
অভিসারে আজি মত্ত তরুণী; অরুণিমা শোভিত গায়
          রূপেতে তাহারই সিক্ত কমলে
               তড়িৎ বেগেতে
                   ধায়।
থরো থরো থরো কাঁপিছে সে কায় কামনাতে হয় লীন
          ঝরো ঝরো ঝরো অঝোর ধারাতে
              বাজিছে প্রেমের
                    বীণ।
সিক্ত কলিতে দহনো আজিকে বহ্নির শিখা বহে
         উতলা সে প্রাণ শ্যামেরো বাঁশরী,
               অঙ্গে তাহারই
                    চাহে।
গরিমা আজিকে শাওনো বাদলে রচিতে প্রেমের কলি
            অঝরো ধারাতে সিক্ত সে তন,
                লোচনো কমলে
                     তুলি।