"আদায় কলায়"


পেটের টানে হন্যে রে বুল ঘুরছি শহর নগর গ্রাম
হাত পা ভেঙে শিস বাজিয়ে করলি তো তুই
এমন কাম।
কইতেছিলাম কামের কথা জামের মত মুখরা কেনে
কাম কী তোর আর লাগেনা ভালোই মোটে
টেনশনে।
তুই এবারে চুলোয় যা রে কাব্য কথায় আসবি নে আর
কাব্য ছেড়ে ডুব দিব রে ভাবছি এবার ছাড়বো
তায়।
তোর শিসেতে মজতে গিয়ে মগজ আমার চুলায় গেছে
কাম ধান্দা ছেড়ে সব ঐ পকেট খান শুখিয়ে
আছে।
তাই এবারে আদায় কলায় তোর আমার ঐ সঙ্গ টারে
দুই হাতে ধন লুটবো এবার ছাড়বো রে ভাই
কাব্য রে।


চেম্বারে ঢুকে কবিতাটি সরাসরি এখানেই লেখা। আশা করি সবাই কুশলেই আছেন। শুভকামনা।