"হরির কাকা"


হরির কাকা দন্তবিদ মানে দন্ত বিশারদ
গোলগাল সে হলেও দাদা, শালার ব্যাটা
ভীষণ বদ।
ফোড়ন মারা তার কশরত ভাবেন তিনি বিরাট কবি
দম্ভ তার ঐ আকাশ ছোঁয়া নাই কামেতে তার
ঐ হবি।
আসর টাকে করতে ঘোলা তার জুড়ি আর কেহই নাই
পা দিয়ে লাথ মারতে তারে আমরা কবি
অনেক চাই।
তাও তো ভাবি বিদেশ তিনি গুনেন কড়ি ডলারেতেই
দেশটা তো তার ভাবনা দূরে আকাশ মারেন
কলমেতেই।
নাটের গুরু হতেই তিনি খরচা করেন মগজ তার ঐ
অনেক ঘেঁটে এদিক সেদিক তার মত আর
ফরুই কই।
আজকে এটুক থাকলো বাকি আর দিনেতে বলব তা
মুগুর দিব তেমন কষে লিখতে গিয়ে
কবিতা।


কবিতাটি সরাসরি এখানেই লেখা। এটা একটা কাল্পনিক চরিত্র। কারও সাথে মিলে গেলে সে দায়বদ্ধতা লেখকের নেই।  শুভকামনা।