"জয়গান"


সৌহার্দ প্রীতির বন্ধন
        রথের আহবান
রজ্জুতে এক হাজার জনায়
   করতে তার জয়-
            গান।


দীর্ণ যখন মানবতা
          জীর্ণ যখন প্রাণ
হিংসা যখন মানব ভূষণ
          শীর্ণতার ঐ
           গান।


রথের মেলায় মিলন শোভায়
         গাইতে নর নারী
জগন্নাথের রথের চাকায়
        দিতেই গড়া-
            গড়ি।


আয় না গড়ি সোনার ভূবন
        জগন্নাথের দড়ি
সুভদ্রা আর বলরামের
        আজ যে পায়ে
            পড়ি।


আলোক উজল জ্বালতে ধরায়
        আজ এসেছে রথ
দু কর জুড়ি জগন্নাথে
        সাধতে মনো-
              রথ।