"নিমন্ত্রণ"


শুঁয়োপোকা শিউলি পাতায় সবুজ ঘন ধরা
আগুন দিয়ে মারতে তাদের তৎপর
হই মোরা।
সকাল বেলায় তার ঐ তলায় প্রশান্তিতে বুক
এক এক করে ডালায় ভরি, কতই না
সে সুখ।
তোমরা তো ভাই দালান কোঠা কংক্রিটের ঐ জঙ্গলেতে
বুঝবে কী আর পদ্ম পাতার জলকেলির ঐ
রঙ্গ মেতে।
গাঁয়ের দিখি কাজল কালো শাপলা শালুক ধরা
স্নিগ্ধ শ্যামল গাঁ যে মোদের অনেক
মনোহরা।
নাই তো দূষণ মিষ্টি বায়ু; শস্য শ্যামলিমা
গাইতে বাউল উদাস সুরে তার
ঐ গরিমা।
আকাশ বাতাস উদার নদী অজয় চলে বয়ে
আর মাঝির ঐ প্রাণের গীতি স্নিগ্ধ
কলেবরে।
আসতে আমার অজয় গাঁয়ে সবার নিমন্ত্রণ
নগর শহর ঘিঞ্জি গলি চাই যে
তাদের মন।


প্রিয় কবি শম্পা ঘোষ মহাশয়াকে উৎসর্গ করে লেখা, "মুড়ি"


"মুড়ি"


রে বুলবুল খাইছে রে, লঙ্কা বলে চিবায় খেতে
হামার দিয়ে দিচ্ছে গুতা চল পালিয়ে যাই ক্ষেতে,
মোড়া মুড়ির থেকেই দূরে
মেল পাখনা চল রে উড়ে,
নইলে ফোঁড়ন লঙ্কা দিয়ে কাঁটার আসন দিবেই পেতে।