Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtSuusdSpolntis otosurnowesd  ·
ছড়া কবিতা,"না বাপুলি"
.
দন্ত বিশাল বটুক ভায়া পালিয়ে না পান কূল
যেই দিশা সে পথ ই কিনা! সবই যে হয় ভুল।
এক পা গেলেই একশো লাথি বর্ম তাহার সয়
দন্ত মূলে চিঁমটা খানা ধরতে সে পায় ভয়।
ভয়াল অতি তার ওই গতি পাগল পাগল মতি
শত্রু তারই করাল ছায়ে তার ঐ ভীমরতি।
জ্যান্ত গিলে নিচ্ছে যে তার কলজে ভরা পাপ
মন্টু বটুক সেই হানাতে বলছে রে ছাড় বাপ!
.
না বাপুলি এত্তি সিঁধা সে পথ না হয় ভায়া
ছিন্ন করি খাবেই অরি হারাম রে দুই পায়া।
ছাল চামড়া আর দামড়া ডালের বড়ির দেশে
কচুট কায়া তোর ওই ভায়া মিলিয়ে দিবে শেষে।