Sanjay Karmakar
Top contributor · dSoportsenh3a1h8llt8693619h7cm9h30c130202hmmmc011a22t12g991g ·


নারী নদী সমানতা বহুরূপে উপনীত
কভূ তারা ফোঁস করে কভূ হয় প্রশমিত।
কভূ গড়ে মনোহরা
ভাঙনেতে সুখ হরা,
নারী মাতা নদী মাতা হৃদ কিবা প্রেম প্রীত-ও।


এই কূল ভাঙে নদী ওই কূল গড়ে দেয়
সাদী বিয়া হলে নারী পিতা মাতা দূরে রয়।
প্লাবনেতে নদী ভাঙে
নারী তার ভরা গাঙে,
আপনার ঘর ভেঙে কভূ কভূ পর হয়।


নারী ছলনাময়ী তবে প্রাণ সঞ্চারী
প্রেমের কাঙাল অরিতে ভয়ঙ্করী।
নদী বিনে প্রাণ নাই
নারী বিনে কান্নাই,
ভ্রুণ নাই পানি নাই প্রেম প্রীতি নাই অরি।