"হল্লা"


মই উঠতে পা পিছলে
হবু বরের কান্ড সেই,
হাবুল বুবুল সেই কী হাসি
আকাশ পানে
উড়তেই।
উড়বি তো ওড় আমড়া গাছে
গামছা বাঁধিস ক্যান,
মাংস কষা দই এর হাঁড়ি
মাছি ভ্যান
ভ্যান।
বাদ্যি বাজে সাঁনাই সেতার
বর কই রব শুনি,
আমড়া গাছের দামড়া শাখে
বসে ছিলেন
মুণি।
মোনার বর গাছের ডালে
কুড়াল হাতে রয়,
ভুত ধরেছে বদ্যি বলে
সর্ষে নিয়ে
আয়।
যেই সর্ষে জ্বালান দিছে
আমড়া গাছের শাখে,
কল কল কল নামলো ভায়া
ঊলুধ্বনি
শাঁখে।
বাজবি তো বাজ বাজনা বাজা
হালের বলদ গাই,
এমন বিয়ে সাতজন্মে
আর তো দেখি
নাই।