"অঙ্গবিভোর”


অঙ্গবিভোর কুঞ্জবিতান
গাইলো যদি চূর্ণিধারায়,
ওষ্ট ঝরা ঝিলিক ঝিলিক
বক্ষেতে তার মন যে
হারায়।


তমায় ঘন আলোকপ্রভা
হটাৎ জাগে বিভাবরী,
ঘ্রাণ মাতিয়ে দুলিয়ে কোমর!
হারিয়ে মন জড়িয়ে
ধরি।


সুবাস তারি আলিঙ্গনে
সঙ্গমে সুখ স্বর্গ জাগে,
কমল ফোটে ওই সরোবর,
জীবন অমোঘ স্নিগ্ধ
লাগে।


অঙ্গবিভোর কুঞ্জবিতান
গাইলো যদি চূর্ণিধারায়,
ওষ্ট ঝরা ঝিলিক ঝিলিক
বক্ষেতে তার মন যে
হারায়।"