"বন্দে মাতরম"
(সফর থেকে ফিরে লেখাটি সরাসরি এখানেই লেখা। রক্ত গরম হয়ে যাচ্ছে আজ)


যুদ্ধ বিমান মিশাইল তরজা বোমার তাজা
দেশের কাজে লাগলে না তা
সবই বেগুন ভাজা।
দেরশো কোটি ভারতবাসী জবাব আজি চায়
প্রতিরক্ষা খাতে এসব, রাখতে কেন
হায়।
জবাব চাই জবাব দাও মন্ত্রী নেতা সবে
আর কত আর সহ্য জওয়ান
মরতে সবে হবে।
রক্ত বুকের দিতেই রাজি জানাই মোরা সবে
জবাব জবাব জবাব চাই, দিতেই জবাব
কবে।
মোমবাতি আর মৌন মিছিল চাইছি নে ও মা
রক্ত দিতে যুদ্ধে যাব, ডাক দিয়ে দ্যাখ
মা।
মানছি না আর মানবো না আর শপথ দিতেই  রণে
জন্মে দেশে শুধবো আজি, জীবন দিতেই
পণে।  


জয় হিন্দ, বন্দে মাতরম।


সংযোজনঃ-


এক্ষুনি কিছু তরুণ যুবক কয়েকটি বাইক নিয়ে চিল্লাতে চিল্লাতে যাচ্ছে আমার চেম্বারের পাশ দিয়ে, "পাকিস্থান মূর্দাবাদ", আমি চেম্বারের ভেতর থেকেই তাদের সাথে গলা মেলালাম, "পাকিস্থান মূর্দাবাদ"। দেশের লোক একটা যুদ্ধ চাইছে, পাকিস্থানকে ধুয়ে মুছে দিতে চাইছে। সরকার কী বুঝতে পারছে না। প্রয়োজনে আমাদের হাতে অস্ত্র দিয়ে পাঠালে পাঠাক না সে যুদ্ধে। কোটি কোটি লোক হাজির হবে সে যুদ্ধে সামিল হতে।


রক্তে প্রতিশোধের আগুন বইছে। ব্যবস্থা অবিলম্বে না নিলে একটা ভোটও সরকার পাবে না , গ্যারান্টি দিতে পারি। মিলিয়ে নেবেন।