"মিলন মেলা"


দুই বাংলা মিলন মেলায় মিলতে আকাশ ডানা
বন বীথিকায় শূভ্র ধবল, মন যে পাগল
পণা।
হারিয়ে সেথায় যেতেই সে পথ স্নিগ্ধ শিহরণ
প্রেমের ধারায় মিলতে দু দেশ, মান্য
গুণী জন।
কাঁটায় ঘেরা দুদেশ যবে ভঙ্গ হলো দেশ
মিলন মেলায় সকল হেলায়, মিলন
সন্দেশ।
আজ ফাগুনে রঙ লেগেছে পারিজাতের বনে
হিংসা দ্বেষ ভুলতে ধরায়, সুললিত
গানে।
মন ভেসে যায় ও পার দেশে দাদামনির নীড়
অনেক কথা অনেক ব্যথা, হৃদয় করে
ভিড়।
আজও দোলায় দুলতে থাকি বাঙলা আমার মা
বঙ্গভূমি ধরায় ধনী, সবুজ
শ্যামলিমা।