“মাধুরী”


আহা! হেরিনু আজিকে প্রভাতো মাধুরী
আম্র বোলেতে শাখে,
নন্দিত সাজ সেজেছে পিয়াল
অজয় নদীর
বাঁকে।
কৃষ্ণ চূড়াতে লেগেছে ফাগুন
পলাশ উঠেছে জেগে,
নীলিমাতে নীল মেঘের রাশি
অজয় ছুটেছে
বেগে।
বিহগো কূজণে বীণ সে বাজিছে,
চমকে চমকে বোল,
ঘুঙুরো নূপুরো ধ্বনিত রবেতে,
হৃদয়ত কলো-
রোল।
দখিনা বাতাসে দুলিছে পরাণ
শীত বুড়ি আজ দূর,
দোরেতে বাজিছে মাদল আজিকে
আশা জাগানিয়া বোল
সুর।
আহা! হেরিনু আজিকে প্রভাতো মাধুরী
আম্র বোলেতে শাখে,
নন্দিত সাজ সেজেছে পিয়াল
অজয় নদীর
বাঁকে।