(আমাদের আসরের প্রিয় কবি, "সামিয়া ইতি", মহাশয়ার বিবাহতে আমার দেওয়া কাব্য উপহার, "বন্ধন")


"বন্ধন"


একদা সে উড়ো মেঘ ধরা দিল বন্ধনে
ফাগুনেতে মেতে প্রাণ স্বপ্নের ই
সন্ধানে।
হৃদয়েতে লেখা নাম অঙ্কিত হল তায়
লিখি চলি আনমনে আবেগেতে
কবিতায়।
কৃষ্ণ সে এল তারি তারি সাথে নীড় গড়ি
প্রদীপ্ত আলোকেতে প্রশান্ত খেলা
তারি।
বন্ধনে দুটি প্রাণ জ্যোছনায় গাহে গান
গুণগ্রাহী আমি তারি, গাহি আজি
জয়োগান।
পুষ্পিত হোক বাগ বাগিচা সে পারিজাত
মৌবনে মৌতাতে ধরা হৃদ দুটি
হাত।
ধন মান দিও খোদা ঈশ্বর আল্লাহ
স্বপ্ন সে মহলেতে শান্তি সে বাস
দিও।
দুদিনের জীবনেতে হিংসা ও দ্বেষ দূরে
গাহি খোদা পদে তব, দিও গৃহ
আলো করে।