"সাধ"


বেদুইন মনটি যে আ….জ/
প্রলয় সাজে সাজতে চা…য়/,
হাসিনা সে রূপের রানী……/
তারি সনে / মিলতে
চা……য়।


রুদ্র বীণায় ঘূর্ণিতে প্রাণ/
না মানে আজ কোনই বাঁধা../
মেঘ সারিতে বইতে সে আজ
তার দোরেতে/ অনেক
সাধা /


সার দিয়ে মেঘ /উড়ছে আকাশ
না মানে না/ দিক সে দিশা,
প্রলয় বায়ু/ ঘূর্ণিতে ঝড়
চাইতে সে সাধ /ভালো-
বাসা।


ঝড় বাড়িতে ভাঙতে সে বাঁধ /
স্রোত তুফানে প্রাণ,
ও মেঘ তুমি /ধরতে তোমায় /
প্রেমের লহর
গান।


বেদুইন মনটি যে আ….জ/
প্রলয় সাজে সাজতে চা…য়/,
হাসিনা সে রূপের রানী……/
তারি সনে / মিলতে
চা……য়।