"একমুঠ ভাত"


এক মুঠ ভাত ফ্যান দে মা/ তোর ওই চরণ রাঙা/ একমুঠ ভাত/ একমুঠ ভাত দে না আমায়, দে না আমায় মা। একমুঠ ভাত/ একমুঠ ভাত।
আমার সে লোক স্বর্গবাসী/ সুপুত আমার সবে/ কেউ নেই কেউ দুয়ার পানে/ আপন কেহ ভবে।
একমুঠ ভাত, একমুঠ ভাত/ আমায় কী গো দেবে/ একমুঠ ভাত/একমুঠ ভাত/আমায় কী গো দেবে?
এক মুঠ ভাত ফ্যান দে মা/ তোর ওই চরণ রাঙা/ একমুঠ ভাত/ একমুঠ ভাত দে না আমায়, দে না আমায় মা। একমুঠ ভাত/ একমুঠ ভাত।
দুঃখ আমার ভূষণ রে মা/একলা চলি পথ/ কেউ নেই মা ধরায় আমার/কেউ নেই মা সাথ/ একমুঠ ভাত।
এক মুঠ ভাত ফ্যান দে মা/ তোর ওই চরণ রাঙা/ একমুঠ ভাত/ একমুঠ ভাত দে না আমায়, দে না আমায় মা। একমুঠ ভাত/ একমুঠ ভাত।