"ধোকলা"


শিস দিস ক্যান বুলবুলি তুই-
ভোটের রঙ রঙ্গে মেতে
ধ্যান দিস না, একদম না
আলু মূলো পটল
ক্ষেতে।
জমিন এখন কলুশ রে ভাই
ন্যাতায় ন্যাতায় খোঁচা;
ঝান্ডা তুলে আম আদমি
গাঙ্গু তেলী
বেচা।
তেলচিটানী তোর গেলনা
হেপাক হোপাক হেলতে থাকিস
বাম্বু খাড়া তাম্বুতে প্রাণ;
অম্বলে লাউ রস তে
পাকিস।
প্যাকপাকানী শিসের ধ্বনি
ধ্বজা উঁচু ন্যাতা স্যাতা;
মারতে জুতা ইচ্ছে রে ভায়
আর হ্যাঙ্গানো খাগড়া
ঝ্যাটা।
আয় সকলি আজ সকালি
হাত মিলে হাত হাতে ধরি
চর্ম খুলে হারাম গুলে
ওদের ছালের বর্ম
গড়ি।
আবার দিলি শিসের বুলি
বললি কী রে শুনবে নারে!
তাই তো ধোঁকা ধোকলা খায়,
আচ্ছে দিনে বারে
বারে।