“বাংলা আমার চোখের মণি”


বাংলা আমার চোখের মণি বাংলা চোখের জল
বাংলাতে প্রাণ বাংলাতে হৃদ
বাংলাতে ভাষ ঢল।
শস্য শ্যামল সাগর উছল স্নিগ্ধ নদীর ধারা
কুল কুল কুল রব সে ধ্বনি
লাবন্যেতে ভরা।
বিহগ প্রাণে সুর মেলে দেয় শিশিরকণারাজী
কনক বরণ ক্ষেত সে শোভা তরল
বৃক্ষরাজী।
গুল্ম লতা আর সরোবর সরোজ কোকনদ
কিঙ্কিনি রব নূপুর পায়ে পল্লী
জনপদ।
কলসি কাঁখে সরল মতি লাস্যে ভরা প্রাণ
ঝুম ঝুম ঝুম ত্রস্ত পায়ে বধুর ধরা
গান।
উদাস বাউল একতারা বোল মূর্চ্ছনাতে প্রাণটি মাতে
আর ভানুকর জ্যোছনা সে কর গুঞ্জনেতে
প্রভাত সাঁজে।
স্নিগ্ধ নীড়ে হৃদয় ঘিরে স্বজন আপন একই সুর
বাঁধতে সে প্রাণ জীবন গানে নয়কো কেহই
খানিক দূর।
দিতেই যে মোর প্রাণটি উজার মাগো তোমার চরণ তলে
বীর সন্তান রই যে মোরা রক্ত লহু সোপান
তলে।
বাংলা আমার চোখের মণি বাংলা চোখের জল
বাংলাতে প্রাণ বাংলাতে হৃদ
বাংলাতে ভাষ
ঢল।