"মেঘ এসেছে"


মেঘ এসেছে মাতাল হাওয়া খুশির ঠিকানা
আকাশ বাতাস মেঘের ভেলায়
দিচ্ছে রে প্রেম
হানা।
গগন তলে লগন তোলে প্রেমের দিশা ওই
ইলসেগুড়ি বৃষ্টি ঝরে,
জড়িয়ে তোমায়
সই।
ও সই লো আজ গাইলো হৃদ সাগরের তীর
কান্না ভেজা হৃদয় যে মোর আশার অনেক
ভিড়।
জড়িয়ে সে মেঘ উড়তে ডানা নাই ঠিকানার দেশে
নীল সাগরে গড়তে সে গড়
অনেক ভালোবেসে।
হীরের কণা মিষ্টি হাসি রূপের রানী তুমি
মেঘের ভেলায় ভাসতে অনেক
নূপুর রিনি-
ঝিনি।
ও শতদল মুক্তো রাশি মেঘের বরণ সাজ
গোলাপ বকুল জুই চামেলী
তোমার দেশের
রাজ।
আর পারিজাত জান্নাতে ওই রূপের আলো ধরা
আহা! হারিয়ে যে যাই সেই ভুবনে
নাই উপমায়
গড়া।