“সূর্যি মামা”


সূর্যি মামা কেমন ধামা-বাজায় ড্যাডি মাম্মি আমায়
সকাল ছ টায় উঠায় আমায় ড্রেস পাতি পরতে
গায়।
ঘুম জড়ানো চোখ খোলেনা শরীর খারাপ লাগে
বলে ওসব বাহানা নয়, ইসকুলেতে যেতে
আগে।
অনেক দূরে সূর্যিমামা বাসে করেই যেতে হয়
আগে পিছে উপর নীচে ইংরেজিতে কথা
কয়।
তাই কী ভালো লাগে বলো হোমটাক্সের বোঝা
কঠিন কঠিন শব্দ সবই এতই তো নয়
সোজা।
এলেই বাড়ি একটু দারি খাবার সময় টাই
খেলা ধুলা হাসি মজা একটুকুন ও  
নাই।
বিকেল হলেই প্রাইভেটে যাই-বাবাই দিয়ে আসে
খেলার মাঠের দোলনা দেখি যেতেই আসে
পাসে।
সূর্যিমামা বোঝাও নাগো - মা ও বাবাকে
দাওনা ওদের অনেক ধমক দাওনা মামা
বকে।