"বিলাপ"


অনেক ব্য্যথায় জীবন খাতায় রক্ত তুফান ছোটে
গোলাপ কীবা সরোজ সে নয় ধুতরা গরল
ফোটে।
অনেক ব্যথায় জীবন খাতায় রক্ত তুফান ছোটে।
ছোট্ট ছিলেম না ছিল ধন রিক্ত ছিলেম নাকো
পূর্ণ ছিলেম স্বপ্ন কোমল গড়তো মধুর
সাঁকো।
ধন ছিল মা ছোট্ট খোকা সব পেয়েছির দেশে
কাটতো মাস বছর গুলি মারই
পাদদেশে।
যৌবনেতে মৌবনেতে সৌরভেতে ভেসে
লুকোচুরি প্রেমের খেলায় কাটতো রে দিন
হেসে।
দুষ্টমিতে ভরিয়ে হৃদয় অন্ধ কানা গলি
ছল ছলনা আর ললনায় উঠত রে মন
দুলি।
ভবের দেশে অনেক হেসে বন্ধনেতে প্রাণ
আর জায়ারই কপট করাল ছল বলেরই
গান।
হারিয়ে গেল মধুর সে দিন দূর চলে যায় মা
পরাণ কাঁদে নীরব বোলে দাউ কুড়ালে
গাঁ।
লকলকিয়ে অগ্নি শিখা দব দবানী বোলে
অন্তরেতে অনেক ব্যথা দীর্ণ রে প্রাণ
দোলে।
আশার বাণী আর শুনিনে জমিন আকাশ তল
বইছে প্রাণে রক্ত গরল রক্তবীজের
দল।
আর পারিনে সইতে হৃদয় ভাবতে চলি মায়
কান্না তরল কপোল ভিজে দিন রাতেতে
বয়।
লিখতে চলি ব্যথার কলি এই কী ভবের দেশ
ক্লান্ত বিবশ অবশ হৃদয় রইতে ভাবে
বেশ।
অনেক ব্য্যথায় জীবন খাতায় রক্ত তুফান ছোটে
গোলাপ কীবা সরোজ সে নয় ধুতরা গরল
ফোটে।