“ঠ্যালা”


হ বুঝেছি
আপনি কবি,
কী কইলেন
মুখে চাবি।


ক্যান লিখেন
তাল কী ভালো?
না লিখি ভাই
জ্বালতে আলো।


প্রেম কী করেন?
ওই মানতি,
তাইলে ক্যান
দেন খান্তি?


বউ জ্বালায়
তারই ঠ্যালায়,
চিল্লায় যে
রাতের বেলায়।


করেন কী?
ব্যাবসাপাতি,
আছে নাকী নাতিপুতি?
চালেন কেনে-
দাবার ঘুটি?


কীসের নেশা
দারু খান?
আপনি দাদা
কী যে কন!


তাইলে লেখা
করেন লেখি!
যেমন আকাশ
তারায় দেখি।


দেখতে মানা
তাদের দিকে,
অল্প কাপড়
যাদের বুকে।


বউ কী করে?
ডান্ডা ধরে,
হাতা দিয়ে
মারতে ঘারে।


তারই ঠ্যালা
বুঝেন ম্যালা,
যান অহলে
হইছে মেলা।