“মেঘের ভেলা”


মুগ্ধ আমি তোমার রূপে স্বপ্নে অনেক ভাসি
তুমি কী গো আমার হবে তোমায়
ভালোবাসি।
মেঘ উড়ে যায় কোথায় যায় কেউ কী জানে বলো
শুনবো না আজ কোনও কথা আমার সাথে
চলো।
চলবে দিশা হাড়িয়ে যাব হাওয়ায় যাব ভেসে
সাজিয়ে ডালি বাঁধবো বাসর তোমায়
ভালোবেসে।
যাই ভেসে যাই প্রেম সে দেশ-দীপ্ত কলোরবে
ও সখী লো, ওগো তুমি আমার কী গো
হবে।
ওষ্টে তোমার সুধাজড়া বক্ষে নেশা ঘোর
মন মদিরায় তুমুল ঝড়ে প্রেমের দোলায়
ভোর।
আলিঙ্গনে সঙ্গমেতে উঠবো মোরা মেতে
অনেক আশা নাই যে ভাষা তোমায় কাছে
পেতে।
প্রেম কী বয়স মানছে কবে রবির আলোর দীপ
জ্বালব দুজন গাইবো কূজন প্রেমের
সঙ্গীত।
কৃষ্ণচূরার লাল লালিতে চোখ মেতেছে-মন দখিনা বায়
আজ সারি মেঘ, মেঘের ভেলা, আয় রে ছুটে
আয়।