"ধ্বনি"


(সারমর্মঃ  সামান্যতে মন ভরালে সুখ শান্তি পাওয়া যায় অনন্ত। এই আমার কবিতার সারমর্ম।)


পিপীলিকা পিপীলিকা
কোথায় তোমার দেশ,
গুড়ি গুড়ি পা যে তোমার
দেখতে লাগে
বেশ।


গুড় চিনি খাই মুড় মুড়কি
এক দুটা যায় পরে,
বাহিনী তোমার টানতে সে রও
যাও নিয়ে যাও
ঘরে।


ঘর তো তোমার একচিলতে
ফোঁকর ফাঁকে রও,
তোমার দেশের ওই ঠিকানা
আজকে আমায়
দাও।


আমি যে ভাই হদ্দ বোকা
অনেক কিছু চাই,
সব পেয়েছির দেশে ওগো
শান্তি আমার
নাই।


ও পিপীলি শিখিয়ে আমায়
দাও না সুখ খানি,
একটুকুতে রইতে সুখে
তোমার সে রব
ধ্বনি।