“স্বপ্নের গড়”


(কবিতাটি তিনটি সিনকোয়াইন এর সমষ্টিতে তৈরি)


বেসেছি ভালো আকাশ উদার
স্মৃতি ঘন রাত তারা,
তোমারি আঁখিতে দেখেছি স্বর্গ
পারিজাত হাসনাহেনা;
স্বপ্নের গড় গড়িব হৃদয় পাতি।


পল ভর দিন কাটিতে ধরা অমৃত বাস
বাসর বেঁধেছি কঞ্জবিতান কুঞ্জনে অলি,
আজি নবকল্লোলে পুষ্পিত পরিবেশ
হৃদয়ে হৃদয়-অমৃত বহিছে বারি
তমস ঘনায় রাত।


আলিঙ্গনে বাঁধিতে তোমায় আলোকিত জ্যোছনায়
সম্ভোভে সুখ প্রাপ্তি ভোগেতে মনো মদিনা,
উড়ায় ধুলা ধুল ধুসরিত প্রাত-জীবনভাতি
তোমাতেই লীন এ হৃদয় মম
গগনেতে করি রাজ।


বেসেছি ভালো আকাশ উদার
স্মৃতি ঘন রাত তারা,
তোমারি আঁখিতে দেখেছি স্বর্গ
পারিজাত হাসনাহেনা;
স্বপ্নের গড় গড়িব হৃদয় পাতি।