মানবতার ভাষা


(আর্ত এক পরিবারকে বাঁচাবার প্রয়াস ব্যাঙ্ক ঋণ  পরিশোধ না করতে পারবার কারণে আর ডি এম থেকে  উচ্ছেদ  নোটিশ আর পুলিশ  বাহিনীকে  রুধবার প্রয়াসে দিনটি অতিবাহিত। আংশিকভাবে সফল। সবার লেখা  আজ পাঠ করতে পারি নাই, কালও হয়তো পাঠ করতে পারবো না, মাফ করবেন)


ও পাখি তোর সুরের ডাক-শুনতে ভালো;
কিচির মিচির রব; সূর্য প্রাতে কিংবা সাজে
কিচির কলোরব।
ও পাখি  তোর কন্ঠে জাদু উদাস বিহঙ্গ
মন উতলা তুল তুল রব, শিউরে উঠি
অঙ্গ।
মুক্ত ডানা গগনভাসি তুই যে মনের তরী
তোর সুরে ওই প্রাণ যে মাতে
তোর সুরে গান ধরি।
ও পাখি তুই শিখলি কোথায় প্রাণের দোলের গান
হৃদ মাতিয়ে মন জাগিয়ে কোন সে জাদুর
স্থান।
ও পাখি তুই শিখিয়ে দে না প্রাণের কলোরব
স্বার্থ দ্বেষ হিংসা দ্বেষে জর্জরিত
ভব।
সেই গানেতে মাতিয়ে ধরা গাইব ভালোবাসা
জাগতে রে সই  প্রেমের ধারায়
মানবতার ভাষা।