Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Founding Members · tS8p amoonsnourioreinsd ·
"নরক তল"


সঞ্জয় কর্মকার-এর ১১১১ তম প্রকাশ
.
দস্যি বালক ছিঁড়লে পালক তোমরা কেমন রাগ করো
গাছ কেটে সাফ করেই কেমন তোমরা কতই
পাপ করো। তার বেলা!
একটি পাতা বেণুর তরে খোকা খুকির মন সে ভরে
বৃক্ষ দ্রুম মহীরুহ কাটলে সে বন শহর গড়ে-
সেই বেলা!
সেই বেলা নাই তোমার মতি বড় বুড়ো তোমরা শতো
ঝড়ের ভাঙা ডাল কুড়ালে তোমরা করো
মোদের ক্ষতো।
আমরা গরিব দুঃস্থ অতি তাও করে নে বনের ক্ষতি
তোমরা তো সব সাবার করে তপ্ত গরম
বানাও ক্ষিতি-তার বেলা!
তার বেলা নাই হুঁশ টি তোমার ভাষণ মারো উচ্চ লয়ে
জন সভায় জন সেবায় মেকি তাদের ভরসা দিয়ে।
ভরসা তোমার বর্শা হয়ে ছোবল যে দেয়
বিষ টি নিয়ে।
তোমরা তো সব ধেড়েই হলে ধরলে না তো দেশের হাল
আজ যা ভোগ করছো হেথায় কাল পাবে কই
নরক তল।