Sanjay Karmakar
Top Contributor
  ·   ·
বিত্ত বিষয় রয় না সদায়
এ গড়ে ও ভাঙে,
সব ভেসে যায় ধূলায় মিশায়
চৈতি আগমনে।।
প্রেমের সে নায় ডুবতে নারে
ঝঞ্ঝা তুফান বাঢ়,
শিখর প্রেমের আর জেগে রয়
চৈতি মানে হার।
ও সখী তুই ধনের গোলাম
কেষ্ট কানাই কলি,
তার মোহ তুই খাদের কানায়
কেনই রে আজ গেলি!!
ও সখী তুই আয় রে ফিরে
প্রেমের জ্যোৎনায়,
এ পার ডাঙা চর জেগেছে
আয় রে ফিরে আয়।।
তোর ঐ বেণী কাজল কালো
চৈতী বাতাস ওড়ে,
বক্ষ তোর ওই হৃদ সাগরে
তাজের শিখর গড়ে।
ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই