Sanjay Karmakar
Top Contributor
  · odseotpSnrii902ufuma9u672tJg376l18011fhmtht7h95w5n1h2sfm8oc·


ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই


তোর ঐ বেণী কাজল কালো
চৈতী বাতাস ওড়ে,
বক্ষ তোর ওই হৃদ সাগরে
তাজের শিখর গড়ে।


কটির দেশে যাই রে ভেসে
দুঃখে পরাণ কাঁদে,
ও সখী তুই ভ্রান্ত দিশায়
কেনই গেলি রাধে!!


ওপার দিশায় কিসের আশায়
বিত্ত ধনের নেশা,
ও দেশ ধূলের পাথর পাষাণ
কাজল কালিই মেশা।


ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই।