Sanjay Karmakar
Top Contributor
  ·   ·
ও নদী তুই বইলি খাতে
কোন সে ভ্রমের বশে-
কোন সাগরে মিশতে নদী
কোন স্বপনের আশে!!


কুঞ্জবিতান উদাস আজি
নাই ভ্রমরের গীতি
আকাশ বাতাস উদাস বাউল
কাঁদছে পরাণ নিতি।।


নাই রে স্বপন আলোক প্রভায়
দুখের ভরা প্রাত-
ব্যর্থ প্রণয় কাঁদায় এ প্রাণ
নীশিথ নিঝুম রাত।।


স্মৃতির পাতায় দোলায় এ মন
তোর সোহাগের দোল-
ও নদী তুই বুঝলি না মন
ভালোবাসার মোল।।


ও নদী তুই বইলি খাতে
কোন সে ভ্রমের বশে-
কোন সাগরে মিশতে নদী
কোন স্বপনের আশে!!