Sanjay Karmakar
Top Contributor
  · Just now  ·


মিলন তিথির উৎযাপনে
রইলি না তুই সাথে,
ও নদী তুই বইলি অচিন
কোন সে গিরিখাতে।।


সম্ভোগেতে মিলন মেলার
কতই স্মৃতি হৃদে-
আজ অজানায় বইলি রে তুই
কোন সে অপরাধে!!


ফাগুন আজি আগুন ঝরায়
দু কূল ভাসে বানে,
দাবদাহের বহ্নি শিখায়
আঁচ সে গনগনে।।


হিংস্র বাতাস মন কে ভাসায়
করাল রাতি মোর
দুখের বানে গাঙ ভেসে যায়
শিহরণেই ভোর।।


ও নদী তুই পাগলপারা
কোন দুয়ারে বইলি তুই
এ গাঙ আমার চর জেগেছে
হন্যে হয়ে খুঁজতে রই।।