(প্রথম প্যারাটা বাদে বাকি টুকু সরাসরি এখানেই এক্ষুনি লেখা)


অবাক পৃথিবী অবাক! অবাক করিলে তুমি!
ধর্ম আজিকে হানিছে পরাণ লোহিত
করিলো ভূমি।
ভ্রমরের বীণ লোহিত সাগরে হারায়েছে গুঞ্জন
পুষ্প কলিতে নাই সে সুবাস;পরাস্ত
প্রেম ধন।
অবাক; অবাক ধরণী অবাক!
অবাক করিলে
তুমি।


তোমার ই সুবাসে ধন্য রয়েছি তনু মন কায়;
রক্তে ধাবিত অনলো রাজিতে
বিভীষিকা সম প্রায়!
দিকে দিকে বীণ অসুর নাদেতে বেদনাতে ধরা গীত
রক্ত লহুতে গরলো বায়েতে;
হারায়েছে প্রেম প্রীত।
অবাক পৃথিবী অবাক; অবাক করিলে তুমি!
ফল্গু ধারাতে গরল বাহিত; প্রদাহিত
হয় ভূমি।
নিত্য নীহারে বেদনা ঝরিছে ক্রন্দন ধ্বনি হায়
শোণিতে প্রহারে প্রভূত জমিছে;
হলাহলে ধরা
বায়!


অবাক পৃথিবী অবাক! অবাক করিলে তুমি!
ধর্ম আজিকে হানিছে পরাণ লোহিত
করিলো ভূমি।