Sanjay Karmakar
Top Contributor  · 17h  ·


আমি চাইনিজ ঘাস অনেক কদর আমার
বীজ ফেলে মালি করে কত সমাদর।
স্কোয়ার ফুটের হিসেবে বিক্রি করে আমায়
আমার কচি সবুজ আভা উদ্যানে উদ্যানে শোভা পায়।
আমায় নকল করে আমার মতই করে
তৈরি হয় কত সবুজ মখমল
প্রাসাদে ও কত মেঝেতে আমি করি ঝলমল।
তোমাদের চরণ ধূলিতে আমি হই ধন্য
ঘাসের জাতি তবে ভেবো নাকো নগন্য।


আমি দূর্বা ঘাস এদিক ওদিক আমায় পাবে বারো মাস
মন্দিরে মন্দিরে দেবারতি তরে
আমি বেলপাতা সিঁদুরের সাথে করি বসবাস।
কত রমণী ভোর বেলা কোমল হাতে আমায় স্পর্শ করে
যত্ন করে আমায় তুলে নিয়ে যায় বাসায়।
ঠাকুরের সিংহাসনে ঠাকুরের চরণে পৌছে যাই আমি
আমার অধিষ্ঠান সেথায়-যেথায় রহে অন্তর্যামী।।