Sanjay Karmakar
badge icon
Founding Members
  · gJhuamsit sntSupgonsoreomdw  ·
রম্য ছড়া কবিতা  "ও ন্যাড়া তুই বেলতলাতে যাস নে ওরে কই"
(আমার কম্পিউটার এর উদ্দেশ্যে লেখা।)


ও ন্যাড়া তুই বেলতলাতে যাস নে ওরে কই
মুখ লুকিয়ে বস রে ঘরে কইছি রে পই পই।
অ-মলো তুই টলমলিয়ে কোথায় ওরে যাস
তার চেয়ে বরং যা না মাঠে কাট না দু'মোন ঘাস।
এই সেড়েছে খেঁচলি কেনই কাঁমড়ে দিবি নাকি!
বেল তলাতেই যা রে তুই আমি দুরেই থাকি।


তার পরি লাথ মারবো রে দুম; দুম দুমাদুম কষে
ভূমির উপর ফ্যালায় দিয়ে রগড়ে দিব ঘষে।
ভুলায় দিব তার পরি শুন বাপ মা এর ওই নাম
বদ্যি ডাকি দিবই ঝাকি দেখবি গোলক ধাম।
মা কইতে ময়না ক'বি, গোল হবে তোর বোল
চার কান্ধে দে দুল দুলায় ; বাজায় দিমু ঢোল।


বহুত শালা খিপ্ত আমি আমায় দেখাস ঢং
কবি আমি জানিস না তুই; লিখি অং আর বং।
নিত্য তার ই বাহার গড়ি ঢাকের সাজের ডাক
উচিয়ে গলা লিখতে মেলা; কতই হাঁকডাক।
ন্যাতায় মারি কামটা সাড়ি, ফাগুন দিলেই দোল
সিন্নি দিয়া গিন্নি বানাই; নিত্য বাজাই ঢোল।
ঢোলের তালে কোমর দোলে বাদ্যি বাজাই রাতি
তুই যদি মান করিস এমুন; হয় রে কতই ক্ষতি!