Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 4 hrs  ·
"অমরতা"
(অমর কেই বা না হতে চায়। তবে অমরতা নির্ভর করে আপন আপন কর্ম আর শ্রমের মূল্যে , মানবিক বোধে আর সমাজের প্রতি দায়বদ্ধতা আর নিজেকে লুটিয়ে মানব তার সেবায়। ক আনাই বা আর তেমন হয়! কবিতাটিতে সেকথাই প্রচ্ছন্নে বলা হয়েছে)


সবাই তো চায় কেহ কেহ পায়
কর্ম নিরিখ তাহা; বাকি সবে হায়
তমায়ে ঘনায়ে শেষ দিনে
শেষ দোয়া।  


পূরবে উদিলে গগন শোভিত
ভানুর কিরণ তাহে; ঝলকে তাহারি
হাজারো বরষো; তাহারি সে
গীত গাহে।


কর্মে নিহিত সে ধন অরূপো
আপনো আপনো ব্রত; প্রকটিত তায়
মলয়ো সে বায়; অবোধ শত
না কত!


হৃদয় যাহারি উচ্চ গগন; মানবতা
যার প্রাণ; শত ঘাত সহি
বিদ্ধ ফলায়ে; গাহিলো
মানবো গান।  


জনে জনে রয় কালে কালে রয়
অবিচল নিশ্চল; তাহারি ধ্বনিতে
বাহিত সে বায়; অমরতা
লয় পল।