(বি।দ্রঃ আমার কোভিড টেষ্ট নেগেটিভ এসেছে। বর্তমানে বুকে কিছু অসুবিধা থাকলেও মোটামুটিভাবে ভাল হয়ে গেছি, আপনাদের অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা)
Sanjay Karmakar
JtSnporlncsoiustriur anledow  ·
"ড. শাহানারা মশিউর (চারুলতা কবি)"

সঙ্কর ভাষা চাহনিটা বাঁকা
সাদা আবরণে সারাদেহ ঢাকা।
কীভাবে জানবে নর নাকি নারী,
কোন দেশে ঘর কোথায়বা বাড়ি?
দিশেহারা হয়ে দিকে দিকে ঘুরে;
থেমে থেমে পথে চাপামাটি খুঁড়ে!  

উদাসীন থাকে কয় না তো কথা
কার ইশারাতে, এই নীরবতা?
সারারাত জাগে তারাদের সাথে
হারিয়ে যায় সে, আঁধারের মাঝে।
একদিন ভোরে খুঁজি আমি তারে
সে যে চলে গেছে নিজ ভবপারে!

"সঞ্জয় কর্মকার"
(মরে গেলে সব বোধ অসার হয়ে যায়, মাটিতে বিলিন হয় কায়া, আত্মা চলে অনন্তের ঠিকানায় যে ঠিকানা আসলে আসল ঠিকানা পৃথিবীতে ক্ষণকাল ভ্রমমাত্র। কবিতাটিতে মৃতদেহ সমীপে এইকথাগুলিই বলা হয়েছে রূপকে)

খর বায়ে বিরূপতা বোধে নাই সার তার
নাই কিছু ধন আদি নাই কিছু হারাবার...............
লুপ্ত সে লিপি খানি বিষদিত নিনাদের
শঙ্কা ও লোভ কাম বিষাক্ত কণা-দের।
অগ্নি ও ক্ষিতি অপ্ আজি গেহ আপনার
লয় ক্ষয়ে কায়া তারি লাঘবেতে কামনার।
সুখ দুখ নীরবেতে নাহি পারে জড়াবারে
নাই কেহ আপনার ওই দেশে ভবপারে।
শুদ্ধ সে দ্বার অতি রতি কাম নাই মোহ
ক্ষণকাল হেথা ও গো-অনন্ত তারি গেহ।
আজি, খর বায়ে বিরূপতা বোধে নাই সার তার
নাই কিছু ধন আদি নাই কিছু হারাবার...............