"ওরা কেউ মানুষ নয়"
(পরিযায়ী শ্রমিকদের বাল বাচ্চা নিয়ে রাতে হেঁটে যাবার একটা দৃশ্যে এতটাই স্তম্ভিত হয়ে গেছিলাম যে পুরো দিন আমার লেখা পড়ার শক্তি চলে গেছিল, এমন কষ্ট চোখে দেখা যায় না। লিখে তাই মনটা একটু হালকা করতে চেষ্টা করলাম)


ওরা কেউ মানুষ নয়,ওরা কেউ মানুষ নয় রক্ত ওদের বল
গতর খেটে খাদ্য যোগায় সইতে পারে ছল।
মাটির দেশেই লিপ্টে থাকে অল্পে ওরা খুশি
আজ করোনা ছায়ার ঘেরায় চলছে
গড়িমসি।
ভিন দেশেতে কর্ম দেদার পেটের টানে ছোটে
স্বপ্ন ওদের ভাত কাপড়ে যেথায় যেমন জোটে।
হটাত আকাল মহামারীর স্তব্ধ নগর গাঁও
ভাবলো না কেউ ওদের কথা বাড়ির
মালিকরাও।
দূর ছাই রব উঠলো দেশে তাড়িয়ে ওদের দেয়
অন্ন নাই কর্ম নাই ওরা ফুটের দেশেই রয়।
দিন চলে দিন মাসের মাস ছোট্ট খোকা খুকি
এক আকাশের রোদন মনে হৃদয়
সাগর দুখী।
ভাতের তরে ছুটলো ওরা গাঁয়ের পানে হেঁটে
বাচ্চা গুলি করুণ সে মুখ উপোস ধরা পেটে।
সইতে নারি দৃশ্য পটে হাঁটছে খোকা খুকি
ছোট্ট পায়ে সইবে কেমন দিবস
এবং রাতি।
কপোল ঝরে অশ্রু ধারায় উদাস চোখে চাই
ক্লান্ত হৃদয় বিবশ মনে  আমার; কিছুই করার নাই।
দয়াল ওগো কেমন বিচার তোমার গড়া দেশ
মানুষ নয় শ্রমিক ওরা বিচার
তোমার বেশ!