Sanjay Karmakar
Top contributor  ·doeSnpstroatuh61g07u1012u6nt31l05a7u10c6masgJ4417l5tawl0g·


নীলাকাশে নাই মেঘের বাহার-
সৌর কিরণ শোভা
মহুহার ঘ্রাণ ছড়ায় সুবাস
বইছে শীতল হাওয়া।
এমন দিনে হৃদয় বীণায়
উল্লাসে প্রাণ জাগে
প্রমোদ বিহার আকাঙ্খাতে
বসন্তের ওই রাগে।
চল না সখী হারিয়ে সে দেশ
দূর গগনে ভাসি
যেথায় নীলের শোভায় মাতি
পুঞ্জ মেঘের রাশি।
নীলের দেশে অধ্যাদেশের
নাই কো বাঁধন সেথা
আলিঙ্গনে তোর সে তনুয়
সাধবো প্রেমের গাথা।
আকাশ দিবে আঁচল পাতি
আচ্ছাদনের তরে,
বাতাস দিবে ঝড়ের গতি
রইবে সকল ঘরে।
সম্ভোগেতে হৃদয় মাতি
মিলন গীতির সুর,
আয় না সখী এই লগনে
শঙ্কা করি দূর।