Sanjay Karmakar
optnosreSd8m3o5ang921a7588aJ66hs7625l946fi084th4af01c96w uc3 ·

কালস্রোতে সময়ের নাই কোনো সীমা তার
জীবন তো ক্ষণিকের মায়া মোহ মমতার।।
শৈশব কৈশর-যুবা যায় দ্রুত লয়ে
জরা কাল সায়াহ্নে স্থুল দেহ যায় ক্ষয়ে।।
বেলা গেলে যায় চলে জীবনের যবনিকা
কত এলো কত গেল কাল স্রোতে কনীনিকা।।
আজ যাহা আছে মোর সে তো ছিল কারো আগে
পিছে কারু হবে তাহা রবে নাকো মোর ভবে।।
কিছু কিগো এনেছি গো যবে প্রাণ যোনি পথে!!
নিবো কিছু ভেবে দেখো যবে যাবে শেষ রথে।।
ক্ষণিকের মোহ মায়া লাভ লোভ লালসায়  
ক্লেদাক্ত কেনো হৃদ হিংসায় ঝলসায় ।। (ক্রমশঃ)

(যারা পূর্বের পর্ব পাঠ করেছেন তারা ইচ্ছে হলে কেবলমাত্র দ্বিতীয় পর্ব অবলোকন করতে পারেন)

পার্থিব সুখ পেতে-প্রথম ভাগ
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি

দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে-
হানাহানি টানাটানি, ভোগ আর লোভে মেতে
অতিশয় সুখ পেতে-অবিরাম অহঃরহ,
মোরা র্হিংসার বীজ বুনি।।
আরো আরো বেশি পেতে ক্রূরতায় মন মেতে
কামনা ও বাসনা; জিভে ধরা রসনাতে  
এ ওর মুখে ছাই-ঢালি মোরা অবিরাম-ই।
দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে
হানাহানি টানাটানি।।
বৈরি সে আবহেতে অরি তারি প্রবাহেতে দুর্দম
মানবিক অভিপ্রায় ঊর্মিতে নাহি সেতো দুর্গম,
বঞ্জর ভূমি তার পরিহাসে বার বার
লহু তার বহে খাতে নাহি স্থান একতার,
কাম রতি ভোগ আর-
বিভেদের সঙ্গম।।
বিপন্ন মানবতা বিবেকেতে হুঁশে নাই-দুখ তার
দেশ হতে দেশে বাজে-রণভেরী শঠতার;
প্রভুত্ব প্রবণতা সঞ্চারী বিষ তারি
লু্ন্ঠন লোলুপতা সকাশেতে নরনারী
দিশেহারা আজি প্রাণ-দুঃখে।।
তবু আশা রাশি রাশি স্বপ্নেতে আঁকি মনে-দৌলত
হিরে আর মোতি চাই সংহারে দুখ নাই, বিশ্বে,
মোহ তারি গীতি গান জঠরের আহ্বান-
বাড়ি গাড়ি নারী চাই
আপনার মোক্ষে।    
তাই, দু পলের জীবনেতে পার্থিব সুখ পেতে-
হানাহানি টানাটানি, ভোগ আর লোভে মেতে
অতিশয় সুখ পেতে-অবিরাম অহঃরহ,
মোরা র্হিংসার বীজ বুনি।।