Sanjay Karmakar
badge icon
Founding Members
  · fmJuutSssoptontts nhooowred  ·
যুগল মানবতাবাদী লেখা, 'পিঠা"
.
"শিকদার ওয়াহিদুজজামান"
.
শীতের মজা অন্য রকম
তুলনা যার নাই
সারা বছর মুখিয়ে থাকি
শীতের জন্য ভাই।
.
গ্রামে যাদের জন্ম মোদের
জানি অনেক কথা
পরলে মনে দারুন ভাবে
জাগে করুণ ব্যথা।
.
চিতই পিঠা রসের পিঠা
খেতে ভারী মজা
সারি সারি যেতাম বসে
ময়ের সামনে সোজা।
.
ভাজা পিঠা পুলি পিঠা
পাকান পিঠা সাথে
কুলি পিঠা তক্তি পিঠা
ভারি মজা খেতে।
.
দুধ পিঠা পাটিসাপটা
হাতে কাটা সেমাই
চুষি পিঠা দুধ বকুল
তুলনা যে নাই।


ফুলকো চিতই ঝাল চিতই
ভাপা পুলি কুলসি
দুধ চিতই রসের পিঠা
আজও কি তা ভুলছি।
.
মা চাচীর পাড়া পরশীর
পিঠা তৈরির ধুম
কেড়ে নিত সন্ধ্যা হতে
গভীর রাতের খুম।
.
"সঞ্জয় কর্মকার"
.
বাবু তুমি কতই সুখী পিঠা পুলির সাথ
সাধ্য যে নাই আমার মায়ের শূন্য রহে হাত।
এই বাড়িতে ওই বাড়িতে কাজের ঝি এর কাজ
এমন তেমন ভাবতে আমার ভীষণ লাগে লাজ।
বাপ তো আমার ভজহরি নেশার রহে বুঁদ
নিত্য হরি নামের আসর পিটায় মায়ে খুব।
তোমার দেশে শীত বুড়ি সে ভীষণ রকম ভালো
ভাবলে শীত শিঁউড়ে উঠি মন হয়ে যায় কালো।
ছেঁড়া কাঁথায় অঙ্গ ঢাকি শীত কী তাতে যায়!
সারা রাত ই কাঁপতে থাকি কান্না ভীষণ পায়।
তোমরা থাকো বালাই ষাট পিঠা পুলির সাথে
আমরা যেমন তেমন মরি কাটবো না তা দাঁতে।
.
আমরা দাদা ঘর তো নেই পথেই কাটে দিন
হা করে চাই তোমার দিকে দাও তো ঘোড়ার ডিম!
তাও করিনি আশ; চাইলে চোখা বাঁশ
তাই তো পথে পথেই কুড়াই পথেই আমার বাস।
পিঠা আমার পিঠেই থাকে বড্ড যে ভার তার
যা পাই দুটো পয়সা কড়ি দু মুঠ জোটে তায়।
তোমরা সুখে থাকো; দৃষ্টি দেই নাকো
পিঠে পুলির স্বাদটি নিয়ে গাড়ি ঘোড়ায় চাপো।