Sanjay Karmakar


  · 9ft0u3h2n3231g 5hrslm  ·
"পদ্য"


দশ আর একে এগারো
দ্যাখ রে খালি ভাগার ও,
দশ আর দুই এ বারো
মাংস খেতে পারো।
দশ আর তিন এ তেরো
হোটেল যদি ধরো!
দশ আর চার এ চৌদ্দ
ক্যামন দিলাম পদ্য!
দশ আর পাঁচ এ পনেরো
মান নাই মা বোনের ও,
দশ আর ছয় এ ষোলো
খাচ্ছে খাঁবি ঘোল ও।
দশ আর সাতে সতেরো
মিল নাই ভাই মতের ও,
দশ আর আটে আঠারো
মান নাই সব পাঠারো,
দশ আর নয়ে উনিশ
তাপ দিয়ে ভাই গুনিশ।
দশ আর দশে বিশ
যা খাই আজ, সব বিষ।


Sanjay Karmakar


  · cJap99nu1oar98n7cly s6o at g92:4e4 AMu  ·
"এন জি রায়"


এন জি রায় কী জ্যান খায়
খৈনি নাকি গুটকা রে!
নাকি ফুকায় বিড়ির পাছা
কিংবা সিগার বাহারে।
রাতির বেলা আইলে ঘর
মদ্য কী তার গলা!
নাকি ফুল ইয়াবা তার
কী জ্যান তার সলা?
তার পাশে কী রাইতে রাঁধা
উপুত উপুত জ্বলে!
দূর ছাই আর ভাল লাগে নি
গেলাম কবি চলে।